বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-মনোনীত (নৌকার) প্রার্থী মশিউর রহমান রিপনের কর্মী সমর্থকদের বাড়ীতে বিস্ফোরক দ্রব ফাটানোর অভিযোগ উঠেছে।
জানা যায়, কাকনী ইউনিয়নে গোয়াতলা শসার বাজার পূর্ব পাশে হরমুজ আলীর বাড়ীর আঙ্গীনায় গতকাল দিবাগত রাত্রে দুর্বৃত্তরা বিস্ফোরক দ্রব ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে।
গোয়াতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম জানান. তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান রিপন এর কর্মী। গত ২৬ ডিসেম্বর নির্বাচনে নৌকা পরাজিত হওয়ার পর সোমবার রাতে আমার বাড়িতে দুর্বৃত্তরা বিস্ফোরক দ্রব্য ফুটিয়ে ত্রাস সৃষ্টি করে। আমি পরিবার পরিজন নিয়ে আতংকে আছি। এ ব্যাপারে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
গোয়াতলা গ্রামের হরমুজ আলীর স্ত্রী ফিরোজা বেগম জানান. আমার স্বামী ও সন্তান নৌকা প্রতীকের নির্বাচন করেছে। নৌকা প্রার্থী ফেইল করায় দৃর্বৃত্তরা বুধবার গভীর রাতে আমার বাড়ির আঙ্গিনায় ৪/৫ টি বিস্ফোরক দ্রব্য ফুটিয়ে আতংক সৃষ্টি করে। আমার স্বামী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান রিপন বলেন. সোমবার রাতে আমার বাড়িতে ককটেলসহ ফাকাঁ গুলি করে। এ ব্যাপারে গত মঙ্গলবার তারাকান্দা থানায় লিখিত দায়ের করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।