বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের বাস্তবায়নে "বঙ্গবন্ধু ও স্বাধীনতা" বইমেলা শুরু হয়েছে।
আজ বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান এর চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
জেলা প্রশাসক ডঃ মোঃ আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্খাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল।
উল্লেখ্য, বই মেলায় ৩০ টি স্টল অংশ নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।