Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এসএমপির বিশেষ নির্দেশনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৪:৩৪ পিএম

থার্টি ফার্স্ট নাইটে বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ। মহানগরী এলাকার কোন উন্মুক্ত স্থানে লোকসমাগম ও পার্টি করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। সেই সাথে আবাসিক হোটেলে কোন ডিজে পার্টির আয়োজন করা যাবেনা। এছাড়া শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে পরদিন শনিবার (১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত নগরীর উন্মুক্ত স্থানে কোন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি/ পটকা ফুটানো নিষিদ্ধ করেছে এমএমপি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে এসব নির্দেশনা জারি করেন মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( মিডিয়া) আশরাফ উল্যাহ তাহের বলেন, নির্দেশনা বাহিরে কোন কার্যক্রম চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মহানগর পুলিশের অধ্যাদেশ ২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয় এই নির্দেশনা। একই সাথে মহানগর এলাকায় জোরদার করা হবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ