Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৪:২৮ পিএম

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এস এস সি পরীক্ষায় পাশের হার ৯৬ দশমিক ২৭ ভাগ। ২০২০ সালে এ বোর্ডে পাশের হার ছিল ৮৫ দশমিক ২২ ভাগ। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ছাত্রীরা পাশ এবং জিপিএ ৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মোট ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এর মধ্যে পাশ করেছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। পাশের হার ৯৬ দশমিক ২৭ ভাগ। পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র পাশ করেছে ৯১ হাজার ৭৯১ জন আর ছাত্রী ১ লাখ ১৯ হাজার ৭১২ জন। ছাত্র পাশের হার ৯৫ দশমিক ৭৩ ভাগ আর ছাত্রী পাশের হার ৯৬ দশমিক ৬৯ ভাগ।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জনের মধ্যে ছাত্র পেয়েছে ৫ হাজার ৪৪৫ জন আর ছাত্রী পেয়েছে ৯ হাজার ১৮১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ