Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একজনের মৃত্যু

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ২:৩৫ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি-হিলি সড়কের বাগজানা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গ্যারেজে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও দুজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সাভির্সের কমর্ীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যান। এঘটনায় ট্রাক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে।

 

নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার ত্রিপুরা গ্রামের ইউসুফ মন্ডলের ছেলে আব্দুল মুমিন (৩৮)। আহতরা হলেন একই এলাকার ত্রিপুরা গ্রামের জয়নাল (৩৬) ও নন্দইল গ্রামের আবু তাহের (৩২)।

 

স্থানীয় জনপ্রতিনিধি আরিফ হোসেন বলেন, দুপুরে জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাগজানা এলাকার সামিউল ইসলাম নামে এক মোটরসাইকেল গ্যারেজের ভিতরে ধাক্কা দেয়। এসময় ট্রাকের ধাক্কায় গ্যারেজের ভিতরে থাকা তিনজন মোটরসাইকেল আরোহীর মধ্যে দুইজন গুরত্বর আহত হয়। তারা গ্যারেজে মোটরসাইলে মেরামত করছিলেন।

 

পাঁচবিবি ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন মাষ্টার রতন হোসেন বলেন, খবর পেয়ে গুরত্বর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে একজনের মৃত্যু ও অপর জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বগুড়া-ট, ১১-০০৭২ নাম্বারকৃত ট্রাক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। এঘটনায় নিহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ