Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনায় বর্ষবরণ উপলক্ষ্যে ১ জানুয়ারী নৌকা বাইচ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ২:২৮ পিএম

গ্রাম বাঙলার সংস্কৃতি ধরে রাখতে ও নতুন বছরকে বরণ করে নিতে রূপসা নদীতে আগামী ১ জানুয়ারি নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। শিল্প প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড এর স্পন্সর করছে। নৌকা বাইচের নামকরণ করা হয়েছে ‘ফ্যান্টাস্টিক ১৪ তম খুলনা নৌকা বাইচ’। নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এর আয়োজক। ওই দিন দুপুর ১টায় রূপসা নদীর কাস্টম ঘাট থেকে পীর খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত বাইচ অনুষ্ঠিত হবে। খুলনার কয়রা, নড়াইল ও গোপালগঞ্জের ১৪টি দল অংশ নেবে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। শৃংখলা রক্ষার্থে নদীর দু’ পাড়ের দু’ তীরে পুলিশ মোতায়েন থাকবে।
নৌকা বাইচ সফলে আজ বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, আকিজ বেকার্স লিমিটেড‘র চীফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র’র সভাপতি মোল্লা মারুফ-আল-রশিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিম উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ