Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মৃতদেহের পরিচয় মিলেছে

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ২:২৪ পিএম

দুই মৃতদেহের পরিচয় মিলেছেঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে সপ্তম দিনের মত আজ বৃহস্পতিবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা স্পীডবোট ও ডুবুরি নিয়ে নদীর এক লঞ্চের আগুনে নিখোঁজদের সন্ধানে সপ্তম দিনের মত উদ্ধার অভিযান চলছে, প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটছেন।
অগ্নিকা-ের ঘটনার পর নদী থেকে এ পর্যন্ত নিখোঁজ ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে গতকাল বুধবার উদ্ধার হওয়া দুটি মরদেহের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সিমু বেগম (২৫) ও আবদুল হক মিয়া (৩৫)। সিমুর বাড়ি বরগুনা সদরের খাজুরতলা গ্রামে এবং হক মিয়া নরসিংদীর রায়পুরের হাইমোড়া গ্রামের বাসিন্দা। মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে। এ নিয়ে ৫ জনের মধ্যে ৪ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এক জনের পরিচয় না পাওয়ায় তার মৃতদেহ বেওয়ারিশ হিসেবে সমাহিত করা হয়। পুলিশ বছলে, সমাহিত করা ওই ব্যক্তি সনাতন ধর্মের।
এদিকে নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্বেয়ার এন্ড এক্সামিনার আরাফাত হোসেনের নেতৃত্বে ৪ দসদেস্য তদন্ত টিম দ্বিতীয় দিনের মতো পুড়ে যাওয়া লঞ্চ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যদের স্বাক্ষ্যগ্রহণ করছেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ ও আহতদের সঙ্গেও কথা বলেন তদন্ত দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ