Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুবাহর নামে জিডি করেছেন গায়ক ইলিয়াস!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১১:৫৭ এএম

কিছুদিন আগেই বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা ও সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। তবে বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে বাজছে ভাঙনের সুর। স্ত্রী সুবাহর বিরুদ্ধে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে থানায় জিডি করেছেন ইলিয়াস। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইলিয়াসের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জিডির বিষয়ে জানান সুবাহ।

তিনি লিখেছেন, 'ইলিয়াস হোসাইন আমার নামে কাল (২৮ ডিসেম্বর) থানায় জিডি করেছেন, আমি নাকি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি! আল্লাহ ছাড়বেনা তোমাকে ইলিয়াস।'

এর আগের একটি পোস্টে সুবাহ লিখেছেন, 'তুমি আমার স্বামী হয়ে আমাদের এত সুন্দর বিয়েটাকে বলছো আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আরে সুন্দর সহজ সরল চেহারার পিছনে যে কতটা কুৎসিত একটা ভয়ঙ্কর মানুষ বাস করে তা আমি তোমার বউ ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস হোসাইন।'

গেলো ১৬ ডিসেম্বরে ঘুরতে গিয়ে করা ইলিয়াসের একটি ভিডিও পোস্ট করে সুবাহ লেখেন, 'যদি বলো ফাঁসিয়ে ছিলাম তবে বলবো হ্যাঁ ফাঁসিয়েছিলাম, শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার সাথে সংসার করার জন্য। তোমার তো টাকা নাই যে, টাকা দেখে ফাঁসাবো। বিচার করবেন আল্লাহ।'

এদিকে দ্বিতীয় স্ত্রী কারিণের সঙ্গে ইলিয়াসের একটি কল রেকর্ড ফাঁস করে সুবাহ লিখেছেন, 'আমার যখন বিয়ে হয়েছে পারিবারিকভাবে, তখন আমরা সবাই ওর পিছনে ৫-৬ লাখ টাকা খরচ করেছি। ও (ইলিয়াস) যখন আমাকে বিয়ে করেছে, বিয়ের মধ্যে আমাকে শাড়ি-গয়না কিছুই দেয়নি। বিয়েতে কোনো খরচও করেনি। সে বিয়ের পর আমার কাছে অনেক কিছুই চেয়েছিলো। আমার মা ওকে ২৫ হাজার টাকা দামের একটা ঘড়ি গিফট করেছে। ডায়মন্ডের সোনার দুইটা আংটি, হোয়াইট গোল্ডের চেইন আমি দিয়েছি। জুতা-স্যান্ডেল, বিয়ের শেরওয়ানি, পাঞ্জাবি সবকিছু আমরা দিয়েছি।

সামর্থ্য অনুযায়ী ওকে সব কিনে দিয়েছি। আমার ভাই ওকে রোলেক্স এর প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা দামের একটা ঘড়ি কিনে দিয়েছে। এছাড়াও আমার আম্মু ইলিয়াসকে বলেছিলো, তোমার আর যা ডিমান্ড আছে আমরা দেবো। সুবাহর বাবা বেঁচে নেই, তাই গাড়ি-ফ্ল্যাট কিনে দিতে লেট হবে বাবা। আমি সরল মনে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম সংসার করার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। আর আমাকে বিয়ে করেছিল আমার শরীরকে ভোগ করার জন্য এবং টাকার জন্য। আল্লাহর কাছে এবং আপনাদের সবার কাছে আমি ওই বেঈমান, চরিত্রহীন, মিথ্যাবাদীর নামে বিচার দিয়ে রাখলাম।'



 

Show all comments
  • Kalu ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:৫৯ পিএম says : 0
    চরিত্রহীন মেয়ে তুমি নইলে ওর ফ্যামিলির কেউ বিয়েতে নেই কেন ? তুমি ওকে ফাঁসিয়েছ এটা দিবালোকের মত সত্য। ওকে অনেক লোভ দেখিয়েছ কিন্তু ধরে রাখতে পার নি। ও ঠিক জায়গায় ফিরে গেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ