Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একজনের মৃত্যু বেড়েছে শনাক্ত

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনেকদিন পর ২৪ ঘণ্টায় ৫০০’র কাছাকাছি শনাক্ত হলো। সবশেষ গত ১৯ অক্টোবর একদিনে শনাক্ত ছিল ৪৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। এসময় ২১ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯১৪টি। এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময় ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৬৩ জন। দেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। আক্রান্তের মোট হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭২ জন। এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ