বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কোনও ট্যাক্স বাড়ানো হয়নি, সিটি করপোরেশনে কোনও হয়রানি নেই। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো ৫ বছরে মানুষ বলতো। এসব বলে মানুষকে বোকা বানানো যাবে না। যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে, কারো কষ্ট হচ্ছে না। হঠাৎ উনি (তৈমুর) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের পাঠানটুলী এলাকায় প্রচারণায় অংশ নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইভী বলেন, এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে এক সময় বলবো। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে।
বিকেলে তিনি সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডে ও পাঠানটুলি এলাকায় প্রচারণায় আসেন। সেখানে আগে থেকে তার লোকজনদের ফুল দিয়ে ছিটানোর জন্য প্রস্তুত রাখা হয়। আইভী আসলে সেসব ফুল ছিটায় নেতাকর্মীরা।
গত নির্বাচনেও প্রতিটি প্রচারণাস্থলে আগে থেকেই ফুল পাঠিয়ে প্রস্তুত করে রাখতেন আইভীর নেতাকর্মীরা। পরে প্রচারণাস্থলে আইভী আসলেই তারা সেই ফুল ছিটাতেন। এবারো আগের মতই ফুল ছিটিয়ে প্রচারণা করছেন আইভী।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি এ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটার রয়েছে এখানে। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৩৪ জন এবং নারী ভোটার রয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৫১৯ জন। জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, মেয়র পদে ৭ জন অংশ নিচ্ছে। ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।