প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিবাহিত জীবনের ১১ বছর পর সন্তানের বাবা-মা হচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ২০১০ সালে তারা ভালোবেসে বিয়ে করেন। এ বছরের ১৬ জুলাই এ তারকা দ¤পতির দা¤পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে। বেশ কয়েক মাস ধরে তিশাকে অভিনয় ও সামাজিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। তার এ অনুপস্থিতি নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। ফারুকী এবং তিশাকে প্রশ্ন করলে তারা বিষয়টি এড়িয়ে গেছেন। অবশেষে সেই প্রশ্নে উত্তর দিলেন ফারুকী ও তিশা তাদের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে। গত মঙ্গলবার বিকেলে ফারুকী এক স্ট্যাটাসে সন্তানের বাবা হওয়ার কথা বলেন। ফারুকী জানান, সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভ‚তিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে-তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না? সে কেন সবকিছুতে অনুপস্থিত? অনুপস্থিতির কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে। ফারুকীর স্ট্যাটাস দেয়ার পরপরই তিশা স্ট্যাটাস দিয়ে জানান, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত? আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।