Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি উৎসব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

গতকাল এফডিসিতে পালিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র ৪০ বছর পূর্তি উৎসব। দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা, সমিতির পতাকা উত্তোলন ও পায়রা উড্ডয়নের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব শাহীন সুমনের পাশাপাশি ছিলেন সমিতির নেতৃবৃন্দ ও বিএফডিসির কর্তারা। উৎসবে কেক কাটা, বিজয় র‌্যালী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সিনেমা সংশ্লিষ্টদের ছিল জমজমাট আড্ডা। সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, আমরা চেষ্টা করেছি ৪০ বছর পূর্তিতে চলচ্চিত্র পরিচালকদের গৌরব ও অর্জনকে প্রাধান্য দিয়ে একটি আয়োজনের। আমাদের সঙ্গে প্রযোজক সমিতি ও শিল্পী সমিতিসহ অন্যান্য সবগুলো সংগঠনের নেতৃবৃন্দসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা ছিলেন। সবাইকে নিয়ে মিলেমিশে আমরা চলচ্চিত্রের জন্য কাজ করে যেতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ