Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শাপলা মিডিয়ার অফিসে দুর্বৃত্তদের হামলা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

চলচ্চিত্রের অন্যতম বৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালে গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। হামলা চালিয়ে প্রতিষ্ঠানটিকে তছনছ করে দিয়েছে। এসময় দুর্বৃত্তরা বেশ কয়েকজনের মানিব্যাগ, নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে যায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তা অপূর্ব রায় জানান, বিকেল ৩টার দিকে প্রায় ১০০ জনের মতো অজ্ঞাত দুর্বৃত্ত অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। তারা আমাদের চেয়ারম্যান স্যার সেলিম খানকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে অফিসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা অফিসের অনেক ডেস্ক, ক¤িপউটার ও সার্ভার ভেঙে ফেলেছে। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ছবি ভঙেছে। অফিসে যাদের পেয়েছে সবার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে। অনেক ক্যাশ টাকাও নিয়ে গেছে। তিনি জানান, কয়েকদিন ধরেই নানা রকম হুমকি আসছিল। হামলার আশঙ্কায় আমরা রমনা থানায় জিডি করেছিলাম। জিডি নং- ৫২৪। অবশেষে সেটাই সত্যি হলো। এ ঘটনায় আমরা মামলা করেছি। কারা এ হামলা করতে পারে এমন প্রশ্নের উত্তরে অপূর্ব রায় বলেন, আমরা ধারণা করছি এটা স্বাধীনতাবিরোধীদের কাজ। আমাদের হাউজ থেকে যখন ‘আগস্ট ৭৫’ সিনেমাটি নির্মাণের ঘোষণা দেই, তখন থেকেই এই চক্রটি আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সিনেমাটি সেন্সরে অনুমতি পাওয়ার পর তাদের তৎপরতা বেড়ে যায়। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা নিয়েও তারা জলঘোলা করেছিল। তারাই আজ হামলা করেছে বলে ধারণা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ