Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর ভিডিও গেম নির্মাণ করবেন না গিয়ের্মো দেল তোরো

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অ্যাপলের ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে নন্দিত চলচ্চিত্র নির্মাতা গিয়ের্মো দেল তোরো জানিয়েছেন তিনি মনে করেন আর ভিডিও গেম তৈরিতে আর অংশ নেবেন না। তিনি এর আগে কোনামির জন্য হিদিও কোয়জিমার সঙ্গে হাত মিলিয়ে হরর সারভাইভাল ভিডিও গেম ‘সাইলেন্ট হিলস’ ডেভেলপ করেছিলেন। এই বছরের ভিডিও গেম অ্যাওয়ার্ডসে তিনি নতুন ‘সাইলেন্ট হিলস’ মুক্তির আভাস দেয়ার পর ভিডিও গেমে আগ্রহীরা উৎসুক হয়ে ছিল তিনি এরপর কোন উদ্যোগ নেন। দেল তোরো ভিডিও গেম তৈরি এবং এর পেছনে কাজ করার ব্যাপারে উৎসাহী হলেও তিনি আর হয়তো এই জগতে কাজ করবেন না। তিনি নিজেকে ‘ভিডিও গেমিংয়ের অ্যালব্যাট্রস’ বলে মনে করেন; এর দ্বারা তিনি নিজেকে ব্যয়বহুল বলেই চিহ্নিত করেছেন। “এটি আমার জীবনের এমন একটি বিষয় যার কোনও অর্থ হয় না,”তিনি বলেন, “আমি কোনামিকে বোঝাতে চেষ্টা করেছি যে এটি আমি বুঝি না। তবে সেটি এমনই নিখুঁত হয়েছিল যে আমরা সবাইই রোমাঞ্চিত হয়েছিলাম।” দেল তোরা কোজিমা আর নরম্যান রিডাসের সঙ্গে সরাসরি কাজ করতে না পারলেও তারা কোজিমা প্রডাকশন্সের ‘ডেথ স্ট্র্যান্ডিং’ গেমে কাজ করেছেন। দেল তোরোর সর্বশেষ ফিল্ম ‘নাইটমেয়ার অ্যালি’তে অভিনয় করেছেন কেইট ব্ল্যানচেট, ব্র্যাডলি কুপার, উইলেম ডেফো, রুনি মারা, রন পার্লম্যান এবং অন্যরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ