Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার চালু হচ্ছে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৭:৩৪ পিএম

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আবার বার্ন ও প্লাস্টিক সার্জরী ইউনিট চালু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন কনসাটেন্ট চিকিৎসক আপতত এ হাসপাতালে নিয়েগে দেয়া হচ্ছে বলে পরিচালক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন। পদায়নকৃত ঐ চিকিৎসক দু একদিনের মধ্যেই বরিশালে যোগ দেয়ার পরেই ইউনিটটি চালু করা হবে বলেও তিনি জানান। পদায়নকৃত ঐ চিকিৎসকের সাথে মেডিকেল অফিসার ও স্টাফ নার্স সহ শিক্ষানবীস নার্সেরও প্রয়োজন হবে। তবে বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়ার মত প্রশিক্ষণ লাভকারী কোন মেডিকেল অফিসার না থাকলেও বিদ্যমান চিকিৎসকদের দিয়ে আপাতত ওয়ার্ডটি চালু করা হবে বলে জানা গেছে।

চিকিৎসকের অভাবে প্রায় ১৯ মাস আগে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ সরকারী এ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিতে এ অঞ্চলের একমাত্র বার্ণ ইউনিটটি বন্ধ হয়ে যায়। এক হাজার শয্যার এ হাসপাতালে ২০ শয্যার বার্ণ ইউনিটটির জন্য শের এ বাংলা মেডিকেল কলেজে একজন করে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের পদই দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। ফলে চিকিৎসকের অভাবেই হাসপাতালের বার্ন ইউনিটটি বন্ধ করে দেয়া হয়েছিল ১৯ মাস আগে।
এ অঞ্চলের আগুনে পোড়া রোগীদের মধ্যে যারা অবস্থাপন্ন, তারা ঢাকায় গিয়ে চিকিৎসা নিলেও গরীব ও অসহায়দের পক্ষে তেমন চিকিৎসাই জুটছিল না।

গত শুক্রবার ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধ প্রায় ৭০ জন রোগী এ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা থেকে ৭জন চিকিৎসক এসে ঐসব আগুনে পোড়া রোগীদের চিকিৎসা শুরু করেন।

তবে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ সব রোগী ইতোমধ্যে শংকামূক্ত হওয়ায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে বুধবারই চিকিৎসকরা ঢাকায় ফিরে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ