Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনে চিত্রনায়িকা তানহা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:৪৬ পিএম | আপডেট : ৪:৪৭ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২১

ফ্রোজেন ফুড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। বিজ্ঞাপনে তার সঙ্গে দেখা যাবে ইমতু রাতিশকে। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন অভিনেতা ও প্রযোজক সানজিদ খান প্রিন্স।

এ প্রসঙ্গে তানহা বলেন, ‌‘এ কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজ চলছে। বিজ্ঞাপনটির ডিওপি মিঠু মনিরের সুনিপুণ চিত্রধারণ এবং সানজিদ খান প্রিন্সের পরিচালনায় বেশ ভালোভাবেই ক্যামেরাবন্দী হয়েছে। এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলে আশা রাখি।’

তানহা আরও বলেন, ‘বর্তমানে তারামন বিবির জীবনীভিত্তিক ছবির জন্য প্রাথমিক প্রস্তুতি নিচ্ছি। ছবিটির চিত্রনাট্য পড়ে চরিত্রগুলো অনুধাবনের চেষ্টা করছি। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি নাটকের কাজ শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে।’

উত্তরার ইন ডোর ও আউট ডোর লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে বিজ্ঞাপনচিত্রটির। বেঙ্গল ফ্রেশের ফ্রোজেন ফুড আইটেমের প্রচারে দেখা যাবে বিজ্ঞাপনিটি।

সানজিদ খান প্রিন্স জানান, বর্তমানে বিজ্ঞাপনটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ডিওপি মিঠু মনিরের সুনিপুণ চিত্রধারণ এবং ইমতু-তানহার চমৎকার অভিনয় বিজ্ঞাপনটিকে বেশ উপভোগ্য করে তুলেছে। এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা তার

জানা গেছে, নতুন বছরের প্রথম থেকেই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ