Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনিকার ‘পরান বন্ধু’র মিউজিক ভিডিওতে আসিফ আজিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:২৭ পিএম

প্রকাশ পেয়েছে নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’। অনলাইনে প্রকাশিত হয়েছে গানটি। নাজমুস সাদাত নাজিম ও কৌশিক হোসেন তাপসের যৌথ কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাপস নিজেই। সোমবার (২৭ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে।

ফারজানা মুন্নির স্টাইলিং ও নির্দেশনায় গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। আর গানের মডেল হয়েছেন বাংলাদেশি আন্তর্জাতিক মডেল আসিফ আজিম ও শারলিনা হোসাইন। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন টিএম রেকর্ডস।

এ গানটির মধ্য দিয়ে ১৬ বছর পর দেশের কোনো কাজে যুক্ত হলেন বাংলাদেশের ছেলে ও মুম্বাইয়ের সুপার মডেল আসিফ আজিম। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি।

আসিফ আজিম বলেন, ‘বলিউডে বিপাশা বসুর সঙ্গে মিউজিক ভিডিওর অফার করা হলেও প্রজেক্টটি পছন্দ না হওয়ায় তাতে আমি রাজি হইনি। মালদ্বীপে যখন এমন আয়োজনে গানটিতে কাজ করছিলাম বারবার দেশের কথা মনে হচ্ছিল। দেশের ইন্ডাস্ট্রির জন্য এমন একটা কাজ হচ্ছে তা ভাবতেই ভালো লাগছিল।’

‘পরান বন্ধু তোরই লাগি, পন্থ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত পথ’—এমন কথার ফোক ঘরানার গানটি প্রসঙ্গে আনিকা বলেন, ‘এটি কৌশিক হোসেন তাপসের ২১ বছর আগের একটি গান। তার নির্দেশনায় গানটি আমি খানিকটা ওয়েস্টার্ন এপ্রোচে গেয়েছি। সুর-কথা ও কম্পোজিশন সবমিলিয়ে গানটি অসামান্য হয়ে উঠেছে।’

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে ‘ভোগ’ ম্যাগাজিনের ইতালি, জার্মান ও অস্ট্রেলিয়া সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন আসিফ আজিম। বার্সেলোনা ফ্যাশন উইক এবং সিডনি ফ্যাশন উইকেও অংশগ্রহণ করেছেন। এ ছাড়া ভারতের বিখ্যাত ডিজাইনারদের হয়েও র‌্যাম্পে হেঁটেছেন। ২০১৩ সালে রিয়েলিটি শো বিগবস-এর সেরা সাতে ছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ