প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল অভিনীত বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার বিগ বাজেটের সিনেমা ‘দিন-দ্য ডে মুক্তি পাওয়ার কথা ছিল গত ২৪ ডিসেম্বর। বহুল প্রতিক্ষীত সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। সিনেমাটি মুক্তি দিতে না পারার জন্য অনন্ত দর্শকের কাছে ক্ষমা চেয়েছেন এবং কেন মুক্তি দেয়া হয়নি, তার কারণও তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন। অনন্ত জানিয়েছেন, আমাদের সবার কাক্সিক্ষত ফিল্ম দিন-দ্য ডে-এর শুভমুক্তি ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল। আপনারা সবাই অবগত আছেন যে, আফ্রিকা মহাদেশসহ বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে। যার কারণে, ইরানি প্রযোজকসহ দিন-দ্য ডে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এই ব্যয়বহুল চলচ্চিত্রের শুভমুক্তি নিয়ে চিন্তায় আছেন। অনন্ত জানান, ইরানি চলচ্চিত্রের বিদেশি দর্শকের বেশির ভাগ মানুষই রাশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের। বাংলাদেশ ও ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মূল প্রযোজক ইরানের, যারা মূলত এই চলচ্চিত্র নির্মাণে বেশির ভাগ অর্থ ব্যয় করেছেন। তাই করোনার প্রভাবে চলচ্চিত্রের আর্থিক ও অন্যান্য পারিপার্শ্বিক কথা বিবেচনা করে দিন-দ্য ডে চলচ্চিত্রের শুভমুক্তির দিন ইরানের প্রযোজক কিছুটা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আমাদের দেশে চলচ্চিত্রটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই সব দর্শক ও আমার প্রিয় ফ্যানদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। উল্লেখ্য, দিন-দ্য ডে পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এতে অভিনয় করেছেন অনন্ত-বর্ষাসহ ইরান, তুরস্ক, লেবানন, আফগানিস্তানের অভিনয়শিল্পীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।