Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পবিত্র কুরআনের আলো’র ১৪ তম আয়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

প্রতিবছরের মতো বাংলাভিশনে শুরু হচ্ছে ১৪তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ তম আয়োজন-এর উদ্বোধনী ও গত বছরের পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ। আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উপস্থাপক প্রফেসর মো: মোখতার আহমাদ, অনুষ্ঠানের বিচারক হাফেজ মাওলানা নাজীর মাহ্মুদ, আতাউল্লাহ আল মামুন, নিসার আহমদ আল নাসেরী’সহ আরো অনেকে। তারেক আখন্দ বলেন, দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ অনুষ্ঠান বাংলাভিশনে প্রচার হবে ১ রমজান থেকে মাসব্যাপি প্রতিদিন। কুরআন তেলওয়াত শুনলে অশেষ সওয়াব হাসিল হয়। ইফতারের আগে এটি প্রচার হবে। আমরা যারা এই অনুষ্ঠান দেখবো আল্লাহ’র অশেষ রহমত পাবো, ইনশা-আল্লাহ। বাংলাভিশনের স্ক্রলে এই প্রতিযোগিতায় রেজিট্রেশন-এর বিস্তারিত তথ্য দেয়া হবে। গত ১৩ বছর বাংলাভিশনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে। সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আশা করি, ভবিষ্যতেও এই অনুষ্ঠান দর্শকের ভালো লাগবে। অনুষ্ঠানটির উপস্থাপক প্রফেসর মো: মোখতার আহমাদ বলেন, ‘সারা দেশ থেকে হাফেজগণকে বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৩ জন নির্বাচিত হবে। আমরা রেজিট্রেশন পর্ব শুরু করছি। আগ্রহী সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানচ্ছি। অনুষ্ঠানের শেষে গত বছরের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ