প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা। গত চার দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। সোহেল রানা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। অত্যন্ত সুশৃঙ্খল জীবনযাপনের অধিকারী এই ব্যক্তিত্ব বেশির ভাগ সময়ই বাসায় থাকেন। নিতান্ত প্রয়োজন না হলে বাসা থেকে বের হন না। গত কিছুদিন ধরে তিনি কাশিতে ভুগছিলেন। পরবর্তীতে করোনা টেস্ট করা হলে পজেটিভ ফলালফ আসে। দ্রæত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পরিবার তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। সোহেল রানা ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন। তার প্রযোজিত প্রথম এবং মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম সিনেমা ওরা ১১ জন। সিনেমাটি পরিচালনা করেন মরহুম চাষী নজরুল ইসলাম। সোহেল রানা ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত সিরিজ ‘মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা সিনেমায় নায়ক হয়ে প্রথম অভিনয় করেন। এরপর অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করে খ্যাতি অর্জন করেন। দেশের চলচ্চিত্রে মার্শাল আর্টের প্রবর্তক তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।