Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের মানববন্ধন-বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বৈধ গ্যাস সংযোগ প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নারী সমাজ। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের ঘাটুরাস্থ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে মানববন্দনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহŸায়ক নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি তাহমিনা আক্তার পান্না ও ইউপি সদস্য মহসিন খন্দকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারাদেশে সরবরাহ হলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ না থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের।
এজন্য দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবিচ্ছন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস সংযোগ প্রদানেরও দাবি জানানো হয়। দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা। পরে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ নারীরা বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারীরা ছাড়াও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ