Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন ইউএনও তমাল হোসেন

গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

নাটোরের গুরুদাসপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য়) পর্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের রশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গুরুদাসপুর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার।
উঠান বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশ্যে ইউএনও তমাল হোসেন বলেন, আপনার কন্যা সন্তানকে অবহেলা করবেন না, বাল্যবিয়ে দিবেন না। আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। একদিন সেই মেয়েই আপনার মুখ উজ্জল করবে। বাল্যবিয়ে দিয়ে মেয়েদের মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। তাছাড়াও নিজের ছেলেমেয়েদের দিকে নজর দিন। তারা যেন কোন অপরাধের সাথে জড়িয়ে না পরে। এ জন্য বেশি বেশি তাদেরকে সময় দিন। নিয়মিত স্কুলে পাঠান, সমাজের ভাল কাজে উৎসাহিত করুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ