Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

প্রতীক বরাদ্দ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা
জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল সকালে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
উপ-নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হলেন খান আহমেদ শুভ (আ.লীগ), জহিরুল ইসলাম জহির (জাপা), গোলাম নওজব চৌধুরী পাওয়ার (ওয়ার্কার্স পার্টি), রুপা রায় চৌধুরী (কংগ্রেস পার্টি) এবং মো. নুরুল ইসলাম নুরু (স্বতন্ত্র)। আগামী ১৬ জানুয়ারি উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এই আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন


ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রোজিনা আক্তার কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গত সোমবার দাউদকান্দি উপজেলা লেডিসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি সহকারী কমিশনার (ভ‚মি) সুকান্ত সাহার সহধর্মিণী জ্যোতি রানী। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ পল্লীবিদ্যুৎ অফিসের দাউদকান্দি জোনাল অফিসের ডিজিএম সেলিনা আক্তার, উপজেলা মৎস্য অফিসার সাবিনা ইয়াসমিন চৌধুরী, উপজেলা সমবায় অফিসার সিথী আক্তার, উপজেলা যুব উন্নয়ন উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।


অস্ত্র উদ্ধার
বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রাম থেকে গত সোমবার রাতে অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই আনিছুর রহমান অভিযান পরিচালনা করে ডেউয়াতলী স্থগিত কেন্দ্রের পাশে ডেউয়াতলী মার্কেটে সিরাজুল ইসলাম এর মুদি দোকানের উত্তর পাশে ঝোপের ভেতর থেকে ১২টি বড় ছেনী, ২টি রাম দা, ২টি বড় ছোরা, ৭টি এসএসপাইপ ইত্যাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ডেউয়াতলী কেন্দ্রে স্থগিত ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে নির্বাচনে সহিংসতার কাজে ব্যবহারের জন্য এসব অস্ত্র সংরক্ষণ করা হয়। গত কয়েকদিন আগে সহিংসতায় ২০টি মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালানি দেয় সন্ত্রাসীরা। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।


৪ বসতঘরে আগুন
সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
সাতকানিয়ার পৌরসভার ৪নং ওয়ার্ডের সামিয়াপাড়া এলাকায় রান্না ঘরের লাঁকড়ি থেকেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ৪ বসতঘর।
জানা যায়, গত সোমবার দুপুরে সাতকানিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সামিয়ারপাড়ার আবুল বশরের রান্না ঘরের লাঁকড়ির চুলা থেকেই এই আগুনের সুত্রপাত। আর দ্রæত সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আনোয়ার হোসেন এবং মৃত আব্দুল গফুরও শামসুল হকের ঘরে। সাতকানিয়া উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন জানান, লাঁকড়ির চুলা থেকে আগুনের সুত্রপাত হয়।


হাতেনাতে গ্রেফতার
নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে গরু ও ছাগল চুরির সময় হাতেনাতে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, গত সোমবার গভীর রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের অন্তর্গত দামাইল গ্রামের মো. মনসুর আলী (৫৮) এর নিজ বাড়ি থেকে ১টি লাল রঙের শাহীওয়াল আড়িয়া গরু ও ২টি কালো রঙের খাসি ছাগল চুরির সময় অভিযুক্ত বদরগঞ্জ থানার কুতুবপুর নোয়াপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. আকমল হোসেন(৪৫) কে স্থানীয়দের সহায়তায় আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় নবাবগঞ্জ থানার মামলা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচাজ ফেরদৌস ওয়াহিদ।


নারীর লাশ উদ্ধার
বগুড়া ব্যুরো
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বেওড়াপাড়া গ্রামের একটি খালের পানিতে ভাসমান মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন লাশটি খালের পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শেরপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মহিলার বয়স ৬০/৬৫ হতে পারে। তার পরনে প্রিন্টের শাড়ি ছিল। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তার পরিচয়ও শনাক্ত করা যায়নি।
আপাতত শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হবে বলে জানিয়েছেন ওসি শহীদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ