Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল সিসিকের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রীকে নাগরিক সংর্বধনা : অনুষ্ঠানে যাবে না সিলেট আ’লীগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৮:২৮ পিএম | আপডেট : ৮:৫৮ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২১

কাল পররাষ্টমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান করছে সিলেট সিটি করপোরেশন। গ্রহন করা হয়েছে ব্যাপক আয়োজন। কিন্তু সেই সংবর্ধনা অনুষ্টান বয়কট করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ। ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করা ও সিলেটের উন্নয়নে বিশেষ অবদান রাখায় সিসিকের উদ্যোগ সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে মুলত এ সংবর্ধনা। বুধবার এ সংবর্ধনা অনুষ্টিত হবে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে। তবে এই সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এব্যাপারে সিলেট জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু মহানগর আ্ওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিয়ে অশোভন কথাবার্তা বলে থাকেন এছাড়া আরও বেশ কিছু জনসম্পৃক্ত বিষয়ে মেয়রের অবস্থান প্রশ্নবিদ্ধ। এ কারণ কারণে সিসিকের দেয়া পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনায় যাবেন না তারা। সংবর্ধনায় না গেলেও পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করাসহ অন্য সব ধরণের কর্মসূচিতে থাকবেন বলেও তারা জানান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ