পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীদের এগিয়ে চলার পথে অনেক বাধা, বিপত্তি রয়েছে। তবে যত বাধাই আসুক না কেন, আমরা হার মানবো না, এগিয়ে যাবো। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘পাক্ষিক অনন্যা শীর্ষ দশ সম্মাননা-২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নারীরা আজ প্রতিটি ক্ষেত্রেই কাজ করার সুযোগ পাচ্ছেন, তার কারণ— সরকার আইন ও নীতিমালা করে নানা সহযোগিতা দিয়ে তাদের সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা সাম্যের একটি পৃথিবী গড়বো, যেখানে সবাই সমান অধিকার নিয়ে বাস করবে। ডা. দীপু মনি বলেন, আমাদের মেয়েরা ফুটবলে মাতিয়ে যাচ্ছে। ক্রিকেটেও তাই করছে। কাজেই তাদের নিয়ে আমরা গর্বিত।
তিনি বলেন, যে সমাজে নারীর অগ্রগতি নেই, সে সমাজ কখনও এগুতে পারে না। তাই নারী-পুরুষ উভয়ের সমান তালে এগিয়ে যাওয়ার বাংলাদেশ আমরা চাই। সেজন্য নারীদের অনুপ্রেরণা ও সাফল্যের স্বীকৃতি দিতে ‘অনন্যা’ একটি বিশেষ অবদান আছে। সে কারণেই অনন্যা অনন্য।
প্রসঙ্গত, দেশের আলোচিত ম্যাগাজিন পাক্ষিক অনন্যা প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে আলোচিত ও আলোকিত নারীদের সম্মাননা দিয়ে আসছে। এ বছরও অনন্যা শীর্ষ দশ সম্মাননা দেওয়া হচ্ছে। অনন্যার শীর্ষ দশ সম্মাননার এটা ২৭তম আসর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।