বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক জীবন মানোন্নয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এখানে কারো প্রতি কোন প্রকার পক্ষপাতিত্ব বা লোভ লালসার সুযোগ নেই। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জন প্রতিনিধিদেরকে সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সদা জাগ্রত থাকতে হবে।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়াস্থ সেরালে নিজ বাসভবন চত্তরে জেলার উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস ও গৌরনদী পৌরসভার মেয়র মো: হারিছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
হাসানাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইউনিয়ন পরিষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন কর্মকান্ডে জনগণকে সরাসরি সম্পৃক্ত করতে তৃতীয় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট দেশের সাড়ে চার হাজার এরও বেশি ইউনিয়ন পরিষদে বাস্তবায়ন করছে। স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং তৃণমূল পর্যায়ে জনগণের দু:খ-দুর্দশা লাঘবে গ্রাম আদালত কার্যক্রম চালু করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ওয়ানস্টপ সার্ভিস সেবা প্রদানের জন্য প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। তিনি নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরকে স্ব স্ব এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।