Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই সমাপ্তি বিজ্ঞান মেলা

চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৬:১৯ পিএম

দুই দিন ব্যাপি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একদিনেই শেষ করলেন বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধন করে ৩টার মধ্যে পুরুষ্কার বিতরনের মাধ্যমে বিজ্ঞান মেলা শেষ করেন উপজেলা প্রশাসন।এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলায়।

গত ২৭ ডিসেম্বর মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও আজ ২৮ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্তরে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর টিচার্স টেনিং কলেজের প্রশিক্ষক রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক প্রমূখ।

এব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা চলমান থাকায় একদিনে বিজ্ঞান মেলা শেষ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ