Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় হাতপাখার প্রার্থীদের উপর হামলা ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে প্রতিবাদ সমাবেশ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৬:১০ পিএম

পঞ্চমধাপে ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদেরকে হুমকি, মারধর ও ঘর-বাড়িতে হামলার প্রতিবাদে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে প্রধান নির্বাচন অফিসার, ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলা প্রেস ক্লাব চত্ত্বর পরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ভোলা সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই এর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে প্রায় পাঁচ শতাধিক মুসল্লীদের উপস্থিতে হাতপাখা প্রতীকের প্রার্থীদের নিরাপত্তাসহ নির্বিঘ্নে নির্বাচনী প্রচার-প্রচারনা ও আগামী ৫ জানুয়ারী সুষ্ঠু ও নিরপেক্ষ, উৎসবমূখর পরিবেশে নির্বাচনের দাবীতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে ভোলা সদর উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন অফিসার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা (উত্তর) ও ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি মৌলভী মোঃ সিরাজুল ইসলাম মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা (উত্তর) এর সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সহসভাপতি মাওলানা তাজউদ্দীন ফারুকী, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম ওবায়দুর রহমানসহ অন্যান নেতাকর্মীরা।
লিখিত স্বারকলিপিতে তারা উল্লেখ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা জেলার সদর উপজেলাধীন ১০টি ইউনিয়নে আমাদের হাতপাখার প্রার্থী রয়েছে। বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের রয়েছে আমাদের বহু মেম্বার প্রার্থী। তন্মধ্যে কয়েকটি ইউনিয়নে আমাদের প্রার্থীগন প্রতিপক্ষের হুমকি-ধমকিতে নির্বিঘেœ প্রচার-প্রচারনা চালাতে পারছেন না। এমন কি তাদের ক্ষতিসাধন ও জীবননাশেরও হুমকি দিচ্ছে প্রতিপক্ষ নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থীরা ও তাদের কর্মী বাহিনীরা।
১০নং ভেলুমিয়া ইউনিয়নের আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন বাওয়ালীর বাড়ি-ঘরে নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী বাহিনী কর্তৃক হামলা করা হয়। তার কর্মীদেরকে মারধর করে মাইক ও অটো রিকশা ভেঙ্গে ফেলা হয়। প্রার্থীকে জীবননাশের হুমকি দেয়া হয়। প্রার্থী অদ্য পর্যন্ত তার নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারছেনা।
৮নং আলীনগর ইউনিয়নের আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুফতী আব্দুল মোমিনের কর্মীরা যখন পোষ্টার সাটাতে যায় তখন নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী বাহিনী পন্ডিতের পোল নামক স্থানে তাদের উপর হামলা করে এবং হাতপাখার কর্মী তারেক ও রুবেলকে আহত করে। তাদের কাছ থেকে পোষ্টার ও তাদের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। তাদেরকে জীবননাশেরও হুমকি দেয়। অদ্য পর্যন্ত তাদের ভয়ে মাইকিং করা ও পোষ্টার সাটানো সম্ভব হচ্ছে না।
১২নং উত্তর দিঘলদী ইউনিয়নের আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুর রহীমের প্রচার-প্রচারনা ও মাইকিং নিষিদ্ধ করেছে নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী। ঐ প্রার্থীর কর্মী বাহিনী কর্তৃক হাতপাখার প্রার্থী ও তার কর্মীদেরকে জীবননাশের হুমকি দেয়া হচ্ছে।
একই ঘটনার প্রকাশ পাচ্ছে ১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আকতার হোসেন (আফতাব) এর প্রচার-প্রচারনার ক্ষেত্রে। এমন কি হাতপাখার প্রার্থীর নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসা বন্ধেরও হুমকি দিচ্ছে তারা।
এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে আমাদের মেম্বার প্রার্থীগনও এ জাতীয় সমস্যার মুখোমূখি। এমতাবস্থায় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা (উত্তর) এর কমিটি উদ্বিগ্ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ