বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) থেকে ১২ ফুট লম্বা ১৮ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে সাপটি চবির সোশ্যাল সাইন্স রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে ঢুকে পড়ে। সেখান থেকে উদ্ধার করে সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চবির নিরাপত্তা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, দুপুর দুইটার দিকে খবর পেয়ে আমরা সোশ্যাল সাইন্স ইন্সটিটিউটে যাই। তখন সাপটি রিসার্চ ইনস্টিটিউটের একটি গ্রীলে পেচিয়ে ছিল। ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলামের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার মাস্টার্সের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম জানান, সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসতে পারে। আমরা সাপটিকে বায়োলজি ফ্যাকাল্টির পেছনে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।