Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না: আইজিপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১:০৯ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ এখন রেসের ঘোড়া। এই জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। ষড়যন্ত্র মোকাবিলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই। আমরা বিজয়ী জাতি। বাংলাদেশের মানুষ পরাজয় মানে না। এ জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। ’

সোমবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নেতা মোদের শেখ মুজিব’ গ্রন্থ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশে অনেক ক্ষেত্রে পাইওনিয়ার।

কারণ আমাদের বঙ্গবন্ধু ছিলেন। তিনি আমাদের বিশ্বাস দিয়ে গেছেন। অর্জনের পথ দেখিয়ে গেছেন। ’

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, ‘আগে মেহমান বাড়িতে আসলে পানি চিনি দিয়ে আপ্যায়ন করা হতো। আর সেই সময়ের চিকিৎসা ছিল ঝাড়ফুঁক। মানুষ মনে করত ঝাড়ফুঁক সবচেয়ে বড় চিকিৎসা। বর্তমানে ১১ কোটি মানুষ মোবাইল সিম ব্যবহার করছেন। সাত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখল দেশে সাড়ে চার লাখ টনের খাদ্যের ঘাটতি। এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ’

 



 

Show all comments
  • Farid ২৮ ডিসেম্বর, ২০২১, ১:৪২ পিএম says : 0
    great politician
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ