বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডেদগ্ধদের সরকারি খরচে চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
ব্যারিস্টার সৌমিত্র সরদারের পক্ষে অ্যাডভোকেট আনিচুর রহমান রোববার এ রিট করেন। গতকাল সোমবার এ তথ্য জানান রিটকারীর আইনজীবী। তিনি জানান, হাসপাতালে ভর্তি দগ্ধদের চিকিৎসা সরকারি খরচে করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে অগ্নিকান্ডে জন্য কে বা কারা দায়ী তা খুঁজে বের করতে অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের এবং দগ্ধ হয়ে আহতদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা করে দেয়ার নির্দেশনা চাওয়া হযেছে। দেশে নৌরুটে কী পরিমাণ নৌযান চলাচল করে এবং তাদের মধ্যে কতটির লাইসেন্স আছে এসব বিষয়ে অনুসন্ধান করে জানানোর জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান এবং লঞ্চের মালিক হামজালাল শেখসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, একই ঘটনায় আরও একটি রিট হয়েছে। সেটিও শুনানির অপেক্ষায় রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।