বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের নিচ তলা থেকে পারভীন বেগম (৪৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিডফোর্ট) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বংশাল থানার (ইন্সপেক্টর তদন্ত) শিশির কুমার কর্মকার জানান, মেঝেতে পড়ে থাকা পারভীনের মুখমন্ডল রক্তাক্ত দেখা গেছে। পাশেই ইঁদুর নিধনের বিষের খালি বোতল পাওয়া গেছে। তবে নিহতের মুখে কয়েক জায়গায় একটু ক্ষত আছে। ধারণা করা হচ্ছে বেজি অথবা ইঁদুরের কামড়ে ক্ষতগুলো হয়েছে।
তিনি আরও জানান, লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’। আর একটি চিরকুটে লেখা আছে ‘এই স্কুলে আমার সন্তান পড়াশোনা করে, আমার বাড়ি সিদ্দিক বাজারে’। স্কুলটির নির্মাণাধীন নিচতলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সিসি ক্যামেরায় দেখা যায়, রোববার দুপুর ১টার দিকে ওই নারী ভবনের নিচতলায় প্রবেশ করেন। পারভীনের ছোট মেয়ে ওই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। বড় মেয়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে এবং ছেলে কলেজে পড়েন। আরেক ছেলে সন্তান আছে তার।
ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে, তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত পারভীন বেগমের স্বামী ব্যবসায়ী আব্দুল বাসেত কয়েক বছর আগে মারা যান। নিহতের বাসা পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।