Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কুমিল্লার উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে কুমিল্লাসহ ভার্চুয়ালি সারা দেশের এলজিইডির জেলা কার্যালয়ের সাথে যুক্ত হন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আবদুর রশিদ খান। এসময় তিনি বলেন, এলজিইডির কাজের গুণগত মান নিঃসন্দেহে অনেক ভালো হতে হবে। এলজিইডির কাজের ক্ষেত্রে প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এলজিইডি সরকারের উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এদিকে মতবিনিময় শেষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে স্টকহোল্ডারদের নিয়ে কুমিল্লা এলজিইডি ভবনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির তত্ত¡াবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি রুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, সিনিয়র প্রকৌশলী আশরাফ জামিল, সহকারী প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী, সিদ্ধার্থ কুমার কুন্ড, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন ও ঠিকাদার প্রতিনিধি আবুল হোসেন ছোটন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ নেন। এদিকে সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খানের জুম মিটিং-এ সাতক্ষীরা এলজিইডির সম্মেলন কক্ষে উপস্থিত থেকে যুক্ত ছিলেন, জেলার নির্বাহী প্রকৌশলীর পক্ষে সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মানিক হোসেন, সহকারী প্রকৌশলী ইয়াকুব আলী, সুদীপ্ত কর দীপ্ত, ইউডি শহিদুল ইসলাম, ইনকিলাবের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন জেলা উপজেলার নির্বাহী প্রকৌশলী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ঠিকাদারবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ