Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটে হেরে পরিষদের আসবাবপত্র নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

যশোর ঝিকরগাছায় ভোটে হেরে ইউনিয়ন পরিষদ থেকে আসবাবপত্র বাসায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান নিছার আলীর বিরুদ্ধে। যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার আনিস-উর রহমান গতকাল সোমবার এ অভিযোগ করেন। তিনি বলেন, গত শুক্রবার ইউনিয়ন পরিষদ থেকে চেয়ার, টেবিল, আলমারি, পর্দা, ওয়ারড্রবসহ বিভিন্ন প্রকার আসবাবপত্র নিয়ে গেছেন নিছার আলী। তবে সাবেক চেয়ারম্যান নিছার আলীর দাবি আসবাবপত্রগুলো তার নিজের অর্থয়নে কেনা।
স্থানীয়রা জানান, ২০১৬ সালে নিছার আলী এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্রপ্রার্থী মাস্টার আনিস-উর রহমানের কাছে পরাজিত হন। মাস্টার আনিস-উর রহমান অভিযোগ করেন, ভোটে হেরে নিছার আলী ১০টি চেয়ার, একটি টেবিল, একটি আলমারি, একটি ওয়ারড্রব, দরজা-জানালার পর্দা, কার্পেট ইত্যাদি নিয়ে গেছেন।
বিষয়টি জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে সাবেক চেয়ারম্যান নিছার আলী জানান, পরিষদ থেকে যেসব জিনিসপত্র নিয়ে এসেছি সবগুলো আমার নিজস্ব অর্থায়নে কেনা। আমার জিনিস না হলে ইউনিয়নের সচিব আমাকে বাধা দিতেন। তিনি আরও বলেন, আমার নিজের টাকায় কেনা অনেক জিনিস এখনো পরিষদ আছে।
বাঁকড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. রবিউল ইসলাম রবি জানান, চেয়ারম্যান নিছার আলীর একটি চেয়ার ও একটি আলমারি তার নিজিস্ব অর্থায়নে কেনা ছিলো, বাকী মালামাল ইউনিয়ন পরিষদের অর্থায়নে কেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ