Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলা না দেওয়ায় চুল কাটার অভিযোগ

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা
নিজেদের জমির পাকাকলা পাড়ছিলেন গৃহবধূ হালিমা বেগম। এসময় প্রতিবেশী এলাই বক্স খেতে চাইলে কলা দিতে অপারগতা প্রকাশ করেন গৃহবধূ। এতেই ক্ষিপ্ত হয়ে এলাই বক্স মোড়ল ওই গৃহবধূর ছেলে হোসাইনকে ধরে নিয়ে নির্মমভাবে মাথার চুল কেটে দেয়। ঘটনাটি ঘটেছে কেশবপুর উপজেলার ভালুকঘর মোড়লপাড়া এলাকায়। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর মোড়লপাড়া এলাকার আলাউদ্দীন সরদারের স্ত্রী হালিমা বেগম বাড়ির পাশে নিজেদের জমিতে রোপন করা একটি গাছ থেকে পাকা কলা পাড়ছিলেন। এ সময় প্রতিবেশী এলাইবক্স মোড়ল কলা খাইতে চান। গৃহবধূ কলা দিকে অপারগতা প্রকাশ করলে এলাই বক্স জোর করে কলা নিতে যান। গৃহবধূর সাথে থাকা তার ছেলে হোসাইন এগিয়ে আসলে উভয়ের মধ্যে
ধস্তাধস্তি হয়। পরবর্তীতে এলাইবক্স, রুহুল আমিন ও হাফিজুর রহমান একত্রিত হয়ে হোসাইনকে ধরে এনে বেধে রেখে মারপিট করে মাথার চুল কেটে দেয়। হোসাইন ভালুকঘর আজিজিয়া ফাযিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ওই ছাত্রের পিতা আলাউদ্দীন কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। কেশবপুর থানার অফিসার
ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ