পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : ২০১৫-১৬ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত মোট রাজস্ব লক্ষ্যমাত্রার ৩৫ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআর-এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেম্বর পর্যন্ত রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৫ দশমিক ২১ শতাংশ। যা ইতোমধ্যে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন। ডিসেম্বর পর্যন্ত ৭৭ হাজার ৯৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬৮ হাজার ৮৩ কোটি টাকা। যেখানে বিগত বছর একই সময় ছিল ৫৯ হাজার ৯৪ কোটি ৯৪ লাখ টাকা। আদায় প্রবৃদ্ধি ১৫ দশমিক ২১ শতাংশ। রাজস্ব আদায় ধারাবাহিকতায় প্রথম ৬ মাসে মোট লক্ষ্যমাত্রার ৩৫ থেকে ৪০ শতাংশ ও পরবর্তী ৬ মাসে ৬০ থেকে ৬৫ আদায় হয়। চলতি অর্থবছর ডিসেম্বর পর্যন্ত আদায় মোট ৩৯ শতাংশ অর্জিত হয়েছে। বর্তমান অর্থবছরের অবশিষ্ট সময়ে এডিপি বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক, আমদানি, রফতানি ও বিনিয়োগ বৃদ্ধি হলে লক্ষ্যমাত্রা অর্জন সহজতর হবে। এরইমধ্যে অর্থমন্ত্রী বলেছেন, চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর বদ্ধপরিকর। ‘ব্যর্থতা ছাড়া সব পথ খোলা’ এ নীতি অনুসরণ করছেন কর্মকর্তারা। দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় ১৮ লাখ। এরমধ্যে সাড়ে ১১ লাখ রিটার্ন জমা দিয়েছেন। করদাতার সংখ্যা বাড়াতে জরিপ কার্যক্রমকে আরও বেগবান করতে এনবিআরকে নির্দেশনা দেন অর্থমন্ত্রী। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোতে জরিপ কার্যক্রম বাস্তবায়নের জন্য কর অঞ্চলভিত্তিক একাধিক জরিপ টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।