Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শীতার্তদের পাশে এমপি অ্যাড. আবুল হাশেম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বর্তমান সরকারের আমলে কোন লোক খাদ্য সঙ্কটে ভুগবে না। খাদ্য সঙ্কটসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা ও সংগঠন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। যা আমাদের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভ‚মিকা রাখছে। উপরোক্ত কথাগুলো বলেন কুমিল্লা-৫ আসনের এমপি অ্যাড. আবুল হাশেম খাঁন। তিনি গতকাল দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়াপাড়ায় অবস্থিত রহিমা বাশার ফাউন্ডেশনের উদ্যোগে অটোরিকশা, ভ্যান, সিএনজি চালকদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১২শ’ কম্বল ও ১২ বান্ডেল টিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ময়নামতি ইউনিয়ন চেয়ারম্যান মো. লালন হায়দার (এলএলবি) এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য হাজী তারেক হায়দার, বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন, অ্যাড. ইস্কান্দার আলী ভুইয়া (আমির), ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আবদুল মালেক ভ‚ঁইয়া, বাজার কমিটির সেক্রেটারি আবু তাহের। উপস্থিত ছিলেন, সাংবাদিক মশিউর মাহফুজ বাবু, ময়নামতি ইউপি মেম্বার মো. নজরুল ইসলাম কানু, মো. জসিম উদ্দীন, সামিউল আহসান শিপন, দেলোয়ার হোসেন মৃধা, মহিলা মেম্বার পারভিন আক্তার, কুলসুম আক্তার, শিল্পী আক্তার। স্বাগত বক্তব্য রাখেন রহিমা বাশার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহতাবুল ইসলাম, পরিচারনা করেন ফাউন্ডেশনের সদস্য খন্দকার তানভীর আহাম্মদ। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবুল হাশেম শান্ত, আজাদ হোসেন, ধনু মিয়া, কামাল হোসেন, ছাত্রলীগ নেতা আইনুলসহ আ.লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ