Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সভাপতি শামীম সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় এডহক কমিটির আহবায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২ টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
মোট ৫১ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোট প্রদান করে ১৯ সদস্য বিশিষ্ট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি-২০২২ নির্বাচিত করে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ ভ‚ঞা। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ ভ‚ঞা ফলাফল ঘোষণা করেন। এতে আগামী ২০২২ সালের জন্য সভাপতি হয়েছেন এস এম রেজাউল ইসলাম শামিম, দু’জন সহ সভাপতি হয়েছেন ইমাম হোসেন মাসুদ ও খেলাফত হোসেন খসরু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান ইসলাম সাজন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের, দপ্তর ও পরিসম্পদ সম্পাদক- তামিম সরদার। এছাড়া নির্বাহী কমিটির ৯ জন সদস্য হলেন, মাহমুদ হোসেন, মাহামুদুর রহমান মাসুদ, খালিদ আবু এম এ রব্বানী ফিরোজ, কেএম মোস্তাফিজুর রহমান বিপ্লব, কবির হোসাইন, অভিজিৎ মন্ডল, হাসান মামুন জহিরুল হক টিটু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ