রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাব-রেজিস্ট্রার স্বপন দে এবং দলিল লেখক আরিফ উল্লার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে টঙ্গীবাড়ী সাবরেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে সকল দলিল লেখক, সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ বলেন, ‘আমি দলিল লেখার জন্য আর এস রেকর্ড অনুযায়ী সহিমুহুরী পর্চা ও খাজনা দিয়েই দলিল সাবমিট করেছি, সরকারি আইন মেনেই দলিল লিখেছি কোথায় কোন অনিয়ম হয়নি, গত ২১ ডিসেম্বর বিভিন্ন পত্র-পত্রিকায় আমার তথা আমাদের টঙ্গীবাড়ী সাব রেজিস্ট্রার অফিস সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট ওই সংবাদে প্রতিবেদকগণ লিখেছে সাফকবলা দলিলে সব মিলিয়ে প্রতি লাখে খরচ ৬.৫০% যাহা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি ও আমাদের দলিল লেখক সমিতির পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এ বিষয়ে টঙ্গীবাড়ী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি দেওয়ান মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা সকল দলিল লেখকরা সরকারি আইন মেনেই সকল প্রকার দলিলপত্র লিখি এই অফিসে কোথাও কোন অনিয়ম হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।