Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

তাফসির মাহফিল
তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
তিতাস বন্দরামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ও জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ এতিমখানা কমপেক্সের উদ্যোগে ২৯তম বার্ষিকী তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। গত রোববার বন্দরামপুর গ্রামবাসীর আয়োজনে গভীর রাত পর্যন্ত মাদরাসা মাঠে মাহফিল চলে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ। মাদরাসার সভাপতি আলহাজ আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে প্রধান তাফসিরকারক ছিলেন গাজীপুর বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা ক্বারী আব্দুর রহিম আল-মাদানী। বিশেষ আলোচক ছিলেন ড. সাইফুল ইসলাম জিহাদী, রঘুনাথপুর দরবারের পীর মাওলানা হাবিবুর রহমান। অত্র মাদাসার প্রধান শিক্ষক মাওলানা সাদেকুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, আ.লীগের প্রবীন নেতা মো. রাজা মিয়া সওদাগর, ইউপি সদস্য মো. লিটন মিয়া, মাদরাসার উপদেষ্টা আব্দুল কাদির জিলানী নিরব, যুবলীগ নেতা আওলাদ হোসেন মুন্সি প্রমুখ।

 

মতবিনিময় সভা
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
গফরগাঁও উপজেলায় আগামী ৫ জানুয়ারি ৫ম দফা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের প্রার্থীগণ মতবিনিময় সভা বক্তব্য রাখেন। উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ও ১৫টি ইউনিয়নে মেম্বার এবং মহিলা মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি জানান, উপজেলার ১৫টি ইউনিয়নে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ধরণের অনিয়মের সুযোগ নেই। প্রয়োজন বোধে আইনশৃংখলা বাহিনী কঠোর পদক্ষেপ নিবে। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।


মুক্তিযোদ্ধাদের সম্মাননা
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ও আ.লীগ নেত্রী তাসলিমা চৌধুরী সিমিনের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। গত রোববার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন পায়রার আঙ্গিনায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ২শ’ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার লেয়াকত হোসেন, খোরশেদ আলম, সোহরাব হাসান, মুক্তিযোদ্ধা কুদ্দুস সরকার, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, লোকমান হোসেন মুন্সী, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমুখ। এমন সম্মাননা পাওয়ায় মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মাননা অনুষ্ঠান শেষে ভ‚রি ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ২দিন ব্যাপি ওই মেলা ভার্চুয়ালী উদ্বোধন করেন সংসদ সদস্য ফখরুল ইমাম। উদ্বোধন শেষে বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজা জেসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিশ্বেশরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদার প্রমুখ।


নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ
বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে উপজেলার ১৬টি ইউনিয়নে ১৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। গতকাল সোমবার দুপুরে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে সকল প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এবং নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার পরিচালনায় প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান প্রমুখ। প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, পঞ্চম ধাপে বাগমারায় অনুষ্ঠিত নির্বাচনকে সুষ্ঠ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছে প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ