Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ৫:২১ পিএম

নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থীদের (১২-১৭ বছর বয়সী) টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ নারায়ণগঞ্জে অবস্থিত ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় শত শত শিক্ষার্থী টিকা নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে।বাইরে অভিভাবকদের ভীড়।নাসিক ২নং ওয়ার্ডের আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ সোমবার দেয়া হয় ফাইজারের টিকা।

১৮ অক্টোবর থেকে এই কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান শুরু হয়।এপযন্ত প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয় বলে জানান ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল কাইউম। তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর ১২-১৭ বছর বয়সীদের টিকাদান শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ