Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃদ্ধাশ্রমের গল্পে আবুল হায়াত ও দিলারা জামানের ‘দায়মুক্তি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ৫:০২ পিএম

সরকারি অনুদানপ্রাপ্ত মো: জসিম উদ্দিন প্রযোজিত সিনেমা ‘দায়মুক্তি’ সেন্সর ছাড়পত্র পেয়েছে সম্প্রতি। কমল সরকারের গল্পে ২ ঘন্টা ২২ মিনিট ১৯ সেকেন্ডের এই সিনেমাটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। মূলত বৃদ্ধাশ্রম নিয়েই এই সিনেমার গল্প । একুশে পদকপ্রাপ্ত গুনী অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত অভিনয় করেছেন সিনেমাটির মূল চরিত্রে। সিনেমাটিতে তার সঙ্গে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত আরেক অভিনেত্রী দিলারা জামান।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এর আগে আমি আর দিলারা ভাবী এক সিনেমায় অভিনয় করিনি। এবারই প্রথম আমরা একসঙ্গে সিনেমায় অভিনয় করলাম। তবে এটা সত্যি যে অনেক নাটকে আমাদের একসঙ্গে বা জুটি হিসেবে কাজ করা হয়েছে। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এই সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালোলেগেছে আমার চরিত্রটিও। শুনলাম কিছুদিন আগে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেলো। প্রযোজক জসীম আমাকে ফোন করেছিলেন এবং তিনি আমার অভিনয়ে বেশ সন্তুষ্ট-এমনটাই বললেন। আমিও আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। দায়মুক্তি সিনেমায় কাজ করার মধ্য দিয়ে সিনেমাতেও একসঙ্গে কাজ করা হলো আমাদের। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমাতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছেন। আমি আশাবাদী দায়মুক্তি নিয়ে। বাকীটা আসলে দর্শকের আগ্রহের উপর নির্ভর করছে।’

এদিকে বিজয় দিবসে এটিএন বাংলায় প্রচার হলো আবুল হায়াত পরিচালিত ‘সালাম কমান্ডার’ নামের একটি নাটক। এছাড়াও তিনি এরইমধ্যে অরুনা বিশ্বাসের পরিচালনায় অনুদানের সিনেমা ‘অসম্ভব’র অভিনয় করেছেন। অন্যদিকে দিলারা জামান কিছুদিন আগে আবুল হায়াতের পরিচালনায় ‘আমি কান পেতে রই’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া তিনি শ্যাম বানেগাল পরিচালিত বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক-এ অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ