পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ প্রদত্ত ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬’ রেডিও ক্যাটাগরিতে এ বছর সংবাদ বিভাগে প্রথম স্থান অর্জনকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আদ দ্বীন সজীবকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় শিশু দিবস উপলক্ষে গত ১৫, ১৬, ১৭ মার্চ শিশুদের বর্তমান পরিস্থিতি নিয়ে ‘প্রশ্নবিদ্ধ বিনোদন’ বিষয়ে দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডেতে প্রচারিত ধারাবাহিক প্রতিবেদনের জন্য সে এই পুরস্কার অর্জন করে। ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান সেলিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম। অনুষ্ঠানের শুরুতে আদ দ্বীন সজীব তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ড. তৌহিদ ভূইয়া, রিয়াদ উজ জামান, মহসিন রেজা, সৈয়দ মিজানুর রহমান রাজু, আদ দ্বীন সজীবের পিতা নুর মোহাম্মদ সরকার, ড. শাহ এম নিস্তার জাহান, কামরুন নাহার এবং শিক্ষার্থী আনিসুর রহমান। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।