Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে হাসান আজিজুল হকের স্মরণে চারদিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ৪:৩৬ পিএম

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চারদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এ শ্রদ্ধা অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, প্রখ্যাত প্রাবন্ধিক প্রফেসর সনৎ কুমার সাহা, নাট্যজন ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, কবি ও শিক্ষাবিদ রুহুল আমিন প্রামাণিক, শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা রাকিবুল হাসান।

অনুষ্ঠানসূচিতে থাকছে সোমবার (২৭ ডিসেম্বর) শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল ৩ টায় হাসান আজিদুল হকের জীবন ও কর্ম নিয়ে ডকুমেন্টারি : গল্পলোকের চিত্রকর।

২৮ ডিসেম্বর দুপুর আড়াই টায় তার সাহিত্য দর্শন। আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাহিত্যিক ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা, ড. আমির জামান, আহ্বায়ক, সংস্কৃতায়ন সাহিত্যিক চন্দন আনোয়ার চলচ্চিত্র নির্মাতা আকরাম খান ও এম রাশেদ চৌধুরী। এরপর বিকেল ৪ টায় 'হাসান আতিকুল হকের গল্প অবলম্বনে' 'খাঁচা' চলচ্চিত্র প্রদর্শনী।

২৯ ডিসেম্বর দুপুরে হাসান আজিজুল হকের রাজনৈতিক দর্শন। আলোচক: প্রফেসর আব্দুল খালেক, কলামিস্ট শাহরিয়ার কবির, লেখক প্রফেসর এসএম আবু বকর, নাট্যকর্মী শিবলী নোমান। পরে বিকেল ৪ টায় প্রত্যাবর্তন, ঘরগেরস্থি, উত্তর বসন্তে চলচ্চিত্র প্রদর্শনী হবে।
৩০ ডিসেম্বর বিকেল ৩ টায় সাংস্কৃতিক অঙ্গনে হাসান আজিজুল হক। আলোচক: নাট্যজন মলয় ভৌমিক
কবি আরিফুল হক কুমার প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ