Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপথ নিলেন যশোরের ২২ ইউপি চেয়ারম্যান

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১০:০১ পিএম

শপথ নিলেন যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ২২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান। যশোর জেলা প্রশাসনে উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষে তাদের শপথ বাক্যপাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল হক, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, চৌগাছা জগদীশ পুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ঝিকরগাছা গদখালি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাজান আলী প্রমুখ।

শপথ নেয়া চেয়ারম্যানরা হলেন, ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, গদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান আলী, পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পিপুল, ঝিকরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান আলী, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ খাইরুজ্জামান, হাজিরাবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান।

চৌগাছার পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান হামিদ মল্লিক, ধুনিয়ানি ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান, নারায়নপুন ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, সুকপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, ফুলসারা ইউনিয়নের মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা ইউনিয়নের আবুল কাসেম, স্বরুপদহ ইউনিয়নের নুরুল কদর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপথ গ্রহণ

৮ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ