Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যাভাটার টু’তে কেট উইন্সলেটের ভূমিকা নিয়ে জেমস ক্যামেরনের মন্তব্য

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

জেমস ক্যামেরন তার ‘অ্যাভাটার টু’ ফিল্মের মঞ্চ নির্মাণ করছেন বিপুল আয়োজনে। আর তার আয়োজন যে বিশাল হবে, তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরন আর প্রযোজক জন ল্যান্ডাও এক অভূতপূর্ব সিনেমাটিক অভিজ্ঞতার সৃষ্টি করছেন। জানা গেছে, ফিল্মটির সিংহভাগই পানির নিচে চিত্রায়িত হবে। স¤প্রতি চলচ্চিত্রটির কয়েকজন শিল্পী সম্পর্কে ক্যামেরন মন্তব্য করেছেন। এন্টারটেইনমেন্ট উইকলি সাময়িকীকে তিনি জানান, সিগর্নি উইভার (৭২) এক গোপন ভূমিকায় ফিরছেন; প্রথম পর্বে তার চরিত্র ড. গ্রেস অগাস্টিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরিচালক জানান, এই বয়সেও উইভার পানির নিচে সাড়ে ছয় মিনিট শ্বাস বন্ধ রাখতে পেরেছেন। কেট উইন্সলেট সম্পর্কে তিনি বলেন, ‘সে সাড়ে সাত মিনিট শ্বাস বন্ধ রেখে আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছে।’ ক্যামেরনের ব্লকবাস্টার ‘টাইটানিক’ তারকা ‘অ্যাভাটার’ দ্বিতীয় পর্বে মেতকানিয়া গোত্রের রোনাল নামে এক ডুব সাঁতারুর ভূমিকায় অভিনয় করছেন। মেতকানিয়া হল না’ভি গ্রহে উপকূলবর্তী খাড়ির এক গোত্র। বড় তারকাদের সমারোহ আর জাঁকালো আয়োজন, বিপুল বাজেট হলেও বক্স অফিস সাফল্য নিয়ে ক্যামেরন এখনও সন্দিহান। তিনি জানান, ঘুঁটি চালা হয়ে গেছে এখন শ্বাস বন্ধ করে অপেক্ষার পালা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ