রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যশোরের শার্শায় ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে শার্শা পুলিশ। গতকাল রোববার সকালে শার্শার উপজেলার পাঁচ ভুলোট মোল্লাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, ভোরে ওই গ্রামের এক নারী ছাগল বাঁধার জন্য বাড়ির পাশে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায়। এসময় হঠাৎ চোখে পড়ে ডোবায় এক নবজাতকের লাশ ভাসছে। এসময় সে পাশের বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। পরে কাছে এসে দেখে নিশ্চিত হন নবজাতকটি মৃত্যু। পরিবর্তিতে তারা পুলিশকে জানায়।
এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম জানান, আমরা এখনও নবজাতকের পরিচয় পাইনি। লাশটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।