বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার ধুনট উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের মারপিটে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হাফিজার রহমান (৭২) উপজেলার ছোটচাপড়া গ্রামের জমসের আলীর ছেলে। রোববার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাফিজার রহমানের সাথে পার্শ্ববর্তী হটিয়ারপাড়া গ্রামের আলতাব আলী ছেলের শাহিনূর রহমানের ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় ১৯ বছর ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন ছিল। সম্প্রতি আদালতের রায়ে ওই জমির মালিকানা হাফিজার রহমান পেয়েছেন। এঅবস্থায় শনিবার সকাল ১০টার দিকে প্রতিপক্ষ শাহীনূর রহমান তাঁর লোকজন নিয়ে ওই জমি দখল নিতে যান। খবর পেয়ে হাফিজার রহমান ও জমির বর্গাদার চান মিয়া তাঁদের বাঁধা দেন। এসময় প্রতিপক্ষের মারপিটে হাফিজার রহমান ও চাঁন মিয়া আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে হাফিজার রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তিনি মারা যান । আহত চান মিয়া ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এখনো চিকিৎধীন রয়েছেন।
ঘটনা সম্পর্কে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নিহত হাফিজুর রহমানের লাশ ময়না তদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।