Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুবিতে নানা আয়োজনে নবান্ন উৎসব

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৬:৫৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ এর আয়োজনে ‘নবান্ন উৎসব ১৪২৮’ পালন করা হয়ছে৷

রোববার (২৬ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নানা আয়োজনের মাধ্যমে উৎসবটি পালিত হয়। এসময় সহযোগী সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংঠন অনুপ্রাস ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ডদল 'প্লাটফর্ম' তারা তাদের পরিবেশনা করেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির , ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়া এর আগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পিঠা উৎসব হয়৷ সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উৎসব উপভোগ করেন৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ