Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের আগেই দৌলতখানে নতুন বই বিতরণ

দৌলতখান(ভোলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৬:৪৩ পিএম

আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি বই বিতরণ কায্যক্রম উদ্বোধনের আগেই ভোলার দৌলতখানে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের খবর পাওয়া গেছে। তবে প্রধানমন্ত্রীর বই বিতরণী অনুষ্ঠান করোনা মহামারীর কারণে মূল ভার্চুয়ালি এ অনুষ্ঠান হবে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। জানাগেছে, স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠান গুলো ৩০ডিসেম্বর উদ্বোধণী অনুষ্ঠানের মাধ্যমেই ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করবেন। এ লক্ষ্যে সারা দেশের ন্যায় দৌলতখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে নতুন বই পৌঁছে গেছে। কিন্তু বই বিতরণের নির্ধারিত তারিখের পূর্বেই একটি মাধ্যমিক বিদ্যালয় বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, উপজেলার চরপাতা ইউনিয়নের শরীফ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে নতুন বই বিতরণ করছেন। তিনি গত কয়েক দিন ধরে নতুন বর্ষের শিক্ষার্থীদের ঘরে ঘরে বই পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বই বিতরণ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন অভিভাবকরা। এ ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিকৃত শিক্ষার্থীদেরকেও নতুন বই দিয়ে নিজ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক মিজানের বিরুদ্ধে। আরও অভিযোগ করে চরপাতা ৩ নং ওয়ার্ডের দক্ষিণ পূর্ব নলগোড়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শিহাব জানায়, তাকে ২০২২ সালের নতুন বই দিয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান তার বিদ্যালয়ে তাকে ভর্তি হতে বলেছেন। এতে শিহাবের অভিভাবকও বিব্রতকর অবস্থায় পড়েছেন। এ ছাড়া ওই এলাকায় আরও কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকরা এমন অভিযোগের কথা জানান। নলগোড়া দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন বলেন, তাঁর মাদ্রাসার অনেক শিক্ষার্থীর বাড়িতে গিয়ে নতুন বই বিতরণ করেছেন শরীফ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষক। নতুন বই হাতে তুলে দিয়ে তাঁর মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে ওই স্কুলে ভর্তি হতে চাপ প্রয়োগ করছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করতে বিদ্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ জানান, এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে বই বিতরণ করা বেআইনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ